ছবিঃ সংগৃহীত
মাধবপুরে ফোনে কথা বলায় নিজ মেয়ে রানু বেগমকে( ১৫) খেজুর গাছের ধারালে দা দিয়ে কোপ দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। বুধবার আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যাম পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক পিতা মঈন উদ্দিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান,ঘনশ্যাম পুর গ্রামের ঘাতক মঈন উদ্দিনের কিশোরী কন্যা মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলত। ফোনে কথা না বলতে নিষেধ করে আসছিল পিতা মঈন উদ্দিন। বুধবার দুপুরে রানুকে ফোনে কথা বলতে দেখে শাসন করে। এক পর্যায়ে রানু বেগম রেগে গিয়ে পিতার সাথে তর্কে লিপ্ত হয়। এতে পিতা রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কুপ দেয়। এতে ঘটনাস্থলে রানু মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মঈন উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
মঈন উদ্দিন দু,বছর আগে দুবাই থেকে এসে কৃষি কাজ করতেন। তার ৩ ছেলে ২ মেয়ে রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাফরান