ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস দাবি

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ॥ যানজটে চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২:৩১, ২২ জানুয়ারি ২০২৫

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ॥ যানজটে চরম ভোগান্তি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় ২য় দিনের মতো বুধবার বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিপূর্বেও একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো সুরাহা মিলছে না। 
এদিকে, ঘণ্টার পর ঘণ্টা বগুড়া- নগরবাড়ী মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করায় মহাসড়কের উত্তর ও দক্ষিণ দিকে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। আজ বৃহস্পতিবার থেকে এ আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে এ আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে এদিন বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শাহজাদপুরের সর্বস্তরের ছাত্র সমাজ ও সম্মিলিত নাগরিক ফোরাম। এছাড়া শাহজাদপুর উপজেলা ছাত্রদলও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আন্দোলনকারী রবি শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিষ্ঠার ৮  বছরেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় যাযাবর জীবন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।

শ্রেণিকক্ষের সংকটে একাডেমিক কার্যক্রমসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ইতিপূর্বেও বার বার আশ্বাস দেওয়া হলেও আজও কোনো উদ্যোগ না নেওয়ায় তারা ২য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’ গত ২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির।

×