ছবিঃ সংগৃহীত
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ১৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখ দুবাই থেকে দেশে আসেন আবু হানিফ ও রাজিব ভূঁইয়া। রাজধানীর বাইতুল মোকাররম থেকে কুমিল্লার উদ্দেশ্য এশিয়া পরিবহনের একটি বাসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা এলাকায় ঐ বাসটিকে ব্যারিকেড দিয়ে থামানো হয়। ভুয়া র্যাব পরিচয়ে হানিফ ও রাজিব কে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলা হয়। চোখ বেঁধে দুজনকেই নিয়ে যায় ডাকাতেরা।
পরে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও পাসপোর্ট নিয়ে তাদেরকে মাইক্রোবাস থেকে ফেলে দেয়া হয়। পরে আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে, র্যাব- ১১, সিপিএসসি এবং সিপিসি-১, নারায়নগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল সূত্রে উল্লেখিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ শহিদুল ইসলাম মাঝী (৫৪), ২। মোঃ নেসার উদ্দিন বাচ্চু (৫২), ৩। মোঃ বাদল (৪০) এবং মোঃ সোহাগ (৩৬)'দেরকে ২১ জানুয়ারি ২০২৫ রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জাফরান