সাভারের সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন মাহফুজুর রহমান রাজু (৪৩) নামে এক শ্রমিক। বুধবার সকালে খামারের একটি নির্জন সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাহফুজুর রহমান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার পূর্ব চৈতা গ্রামের বাসিন্দা এবং আতাহার উদ্দিন শিকদারের ছেলে। তিনি এক সপ্তাহ আগে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
পুলিশ জানায়, নিহত রাজু খামারের পানির পাম্পে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় না ফেরায় তার পরিবার ও সহকর্মীরা চিন্তিত হয়ে পড়েন। বুধবার সকালে খামারের সড়কের পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।
আফরোজা