ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাফ নদীতে ৪.৫ লক্ষ ইয়াবা উদ্ধার: বিজিবির অভিযানে চমকপ্রদ সাফল্য!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।

প্রকাশিত: ১৩:২২, ২২ জানুয়ারি ২০২৫

নাফ নদীতে ৪.৫ লক্ষ ইয়াবা উদ্ধার: বিজিবির অভিযানে চমকপ্রদ সাফল্য!

টেকনাফে নাফ নদীর তীর থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা এই মাদক চালান আটক করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে মিয়ানমারে পালিয়ে যায়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর আসে, চোরাকারবারিরা লেদা বিওপির বিআরএম-১১ এর দক্ষিণ পাশে মেম্বার পোস্ট এলাকা দিয়ে বড় মাপের ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। দ্রুত দুটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল মাদক চালান দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের সক্রিয়তার ভয়াবহ চিত্র তুলে ধরছে। বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে পাচারকারীরা নিয়মিত বাধার সম্মুখীন হচ্ছে।

এ অভিযান সীমান্ত সুরক্ষা এবং দেশের মাদক নিয়ন্ত্রণে বিজিবির শক্তিশালী ভূমিকা প্রমাণ করে। বিষয়টি তদন্ত করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজিবির কর্মকর্তারা

 

আফরোজা

×