ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৩:১৭, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১৯, ২২ জানুয়ারি ২০২৫

অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: জনকন্ঠ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কন্যা জান্নাতুল ফেরদৌস (১৫) মরদেহ উদ্ধার করেছেন বাকেরগঞ্জের থানা পুলিশ। 

২২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় দেলোয়ার হোসেনের বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌসের মৃতদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে বাকেরগঞ্জ থানার এস আই সবিতা রানী দাস পুলিশের একটি টিম নিয়ে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

নিহত জান্নাতুল ফেরদৌসের পিতা দেলোয়ার হোসেন জানান, সকালবেলা বাড়ির সামনে বাগানে একটি আম গাছের ডালের সাথে জান্নাতুল ফেরদৌসীর গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। এরপর আম গাছ থেকে লাশ উদ্ধার করা হয়। 
আমার মেয়ে জান্নাতুল ফেরদৌস আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। প্রায় সময় সন্ধ্যার পরে পাশের বাড়িতে টিভি দেখতে যেত। গতকাল সন্ধ্যার পর থেকে ঘরের বাইরে থাকায় আমরা মনে করেছি পাশের বাড়ি টিভি দেখতে গিয়েছে। এরপর গভীর রাতে বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাওয়া যায়নি।সকালবেলা দেখি বাড়ির সামনে আম গাছের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত জান্নাতুল ফেরদৌস লাশ। তবে আমরা এখনো জানিনা আমার মেয়ে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যা করেছে। 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নাহিদা

×