ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এনআইডি নিয়ে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১১:৩১, ২২ জানুয়ারি ২০২৫

এনআইডি নিয়ে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী আটক

আটক দুই রোহিঙ্গা তরুণী।

কক্সবাজারে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছে দুই রোহিঙ্গা তরুণী। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে তাদের আটক করার পর মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। 

আটক দুই তরুণী হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মারজানা বিবি (২২) ও তার সঙ্গী ১৬ বছরের কিশোরী হুমায়রা।

জানা গেছে, আটক তরুণীরা দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি পরিচয়পত্র ও অন্যান্য নকল কাগজপত্র সংগ্রহ করে পাসপোর্ট তৈরির জন্য আবেদন করেছিল। তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর উদ্দেশ্যে এসব কাগজপত্র ব্যবহার করছিল। আটক তরুণীদের কাছ থেকে উদ্ধার করা কাগজপত্রের মধ্যে রয়েছে তিনটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদপত্র, পৌরসভার প্রত্যয়নপত্র, পৌর করের বিল, জমির খতিয়ান এবং জাতিসংঘের ইউএনএইচআর থেকে মিয়ানমারের নাগরিকদের দেওয়া দুটি স্মার্টকার্ড। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, আটক তরুণীরা দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে তাদের বিদেশে পালানোর উদ্দেশ্যই ছিল বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, তদন্তে উঠে আসা সবার পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। সেইসঙ্গে পাসপোর্ট তৈরির কাগজপত্র ও পাসপোর্ট জোগাড়কারী চক্রের সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এম হাসান

×