ছবি: সংগৃহীত
সিন্ডিকেটের কারসাজিতে প্লেনের টিকিট না পাওয়ার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছে প্রবাসী কর্মীরা।
সকাল সাড়ে নয়টা থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
গত দুই বছর ধরে মালয়েশিয়ার সিন্ডিকেট ব্যাপক আলোচনায় আছে। লুট করেছে বড় অংকের টাকা। এমন অভিযোগ রয়েছে আগেও।
গত বছর যে কলিং ভিসা ছিল বা তাদেরকে মালয়েশিয়া তে পাঠানোর কথা ছিল সেখানে পাঠানো সম্ভব হয়নি। অথচ তাদের কাছ থেকে ছয় থেকে আট লাখ করে বিভিন্ন এজেন্সিগুলো হাতিয়ে নিয়েছে।
সরকার পরিবর্তন হওয়ার পর তাদের মতে এ সরকার তাদেরকে আশ্বাস দিয়েছিল শ্রমিক হিসেবে তাদেরকে নিয়ে যাবে।
এরকম আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তারা মালয়েশিয়ায় যেতে পারেনি এবং এই কারণেই তারা আজ আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি নিয়ে নেমেছে। এছাড়াও যেসব এজেন্সি বা যারা তাদের থেকে লাখ লাখ টাকা নিয়েছে তাদের অনেকেই পালিয়ে গিয়েছে।
শিলা ইসলাম