ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

প্রকাশিত: ১১:০৪, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৪৮, ২৪ জানুয়ারি ২০২৫

আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

রবিন রাফান

ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান উরফে ওবায়দুর রহমান সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সম্মানিত হয়েছেন। সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার সৃজনশীল এবং মনোমুগ্ধকর কন্টেন্টের মাধ্যমে তিনি এক নতুন মাত্রা সৃষ্টি করেছেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই কারণে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

রবিন রাফান তার কন্টেন্টের মাধ্যমে সমাজ সচেতনতা, জীবনযাপন, শখ এবং সাংস্কৃতিক উপাদানগুলো তুলে ধরেছেন, যা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার অভিনব ভিডিওগুলোর মাধ্যমে তিনি ডিজিটাল মিডিয়ায় একটি নতুন ধারার সূচনা করেছেন।

‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কৃত হওয়া রবিন রাফান তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি আমার জন্য একটি বিশেষ অর্জন। আমি এই পুরস্কার আমার সকল ভক্ত, বন্ধুবান্ধব এবং সমর্থকদের উৎসর্গ করছি। ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মন জয় করার চেষ্টা করব।”

এ বছরের ১৮ জানুয়ারি নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডসের ২৪তম আসরে ২৭ জন শোবিজ তারকা ও কলাকুশলীর নাম ঘোষণা করেন শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম। পুরস্কৃতদের মধ্যে সেরা অভিনেত্রী হিসেবে ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্যাভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ) এবং বিশেষ পুরস্কার পেয়েছেন সংগীত শিল্পী প্রতিক হাসান ও সেলিম চৌধুরী।

এ ছাড়াও পুরস্কৃত হয়েছেন সেরা মেগা সিরিয়াল অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্যাভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), এবং বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নওয়াজ।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, আমাদের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২৪তম আসর আশানুরূপভাবে সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি সাফল্য করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদের আরো উৎসাহিত করবেন। এবারে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে আশানুরূপ দর্শকের উপস্থিতি ছিল অনুষ্ঠানে। ২৩ বছর ধরে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। তবুও আমরা তা করতে পেরেছি। তিনি পৃষ্ঠপোষক ও শিল্পী-কলাকুশলীসহ উপস্থিত দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে, রবিন রাফান তার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটি কন্টেন্ট তৈরি এবং ফ্রিল্যান্সিং নিয়ে, যা অমর একুশে বইমেলা ২০২৫-এ বর্ষাদুপুর পাবলিকেশন্স দ্বারা প্রকাশিত হবে। বইটির প্রি-অর্ডার বর্তমানে Rokomari.com, Pbs.com.bd, Boisodai.com, এবং Wafilife.com-এ পাওয়া যাচ্ছে। রবিন রাফান তার সৃজনশীলতার মাধ্যমে ডিজিটাল মিডিয়ায় এক নতুন যুগের সূচনা করেছেন। তার এই সাফল্য কেবল তাকে নয়, বাংলাদেশী ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের  জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

×