ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন বাজারে একটি অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযানের সময় পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিন পুলিশ সদস্য হলেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শফিকুল, এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম। ঘটনার সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, “হামলার ঘটনায় তিন সদস্য গুরুতর আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। হামলার সঠিক প্রেক্ষাপট এবং বিস্তারিত তথ্য অনুসন্ধান করে পরবর্তীতে জানানো হবে।”
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, ডুমাইন বাজারে অভিযানটি ছিল একটি বিশেষ গোয়েন্দা অপারেশন। অভিযানের মূল লক্ষ্য ছিল একটি গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করা। কিন্তু অভিযানের একপর্যায়ে একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। তারা লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন অস্ত্র দিয়ে পুলিশের ওপর চড়াও হয়। হামলায় পুলিশ সদস্যরা মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুরের পুলিশ সুপার বলেন, “এ ধরনের হামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা সৃষ্টি করার শামিল। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেব না। অভিযুক্তদের গ্রেপ্তারে দ্রুত বিশেষ অভিযান পরিচালিত হবে।”
ডুমাইন বাজারের এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন হামলা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার প্রশ্নও তুলেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে, তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে।
আফরোজা