নিহত বিএনপি নেতা মো. আলম মিয়া
পাকুন্দিয়া উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মো. আলম মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতা খুন হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার চরটেকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আলম মিয়া উপজেলার চরটেকি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকি গ্রামে গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া শুরু হয়। এ সময় নিজ বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন মো. আলম মিয়া (৬৫)। তখন দুই ভাইয়ের ঝগড়া থামাতে সেখানে এগিয়ে যান তিনি।
এক পর্যায়ে সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আলম মিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
শহীদ