ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন, এখন থেকে পুলিশের সব ইউনিটের সদস্যরা একই ধরনের পোশাক পরবেন। ইউনিট অনুযায়ী আলাদা পোশাক রাখার ব্যবস্থা বাতিল করা হচ্ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের পোশাক বদলানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পরিবর্তনের অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পর এটি কার্যকর হবে।’
তিনি আরও জানান, পুলিশের নতুন পোশাক সবার জন্য একরকম হবে। আগে ইউনিটভিত্তিক ভিন্ন পোশাক থাকলেও এখন থেকে পুরো পুলিশ বাহিনীর সদস্যরা একই পোশাক পরবেন।
কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশে প্রায় দুই লাখ সদস্য ও ১৯ হাজার সিভিল স্টাফ আছেন। আগে বিভিন্ন ইউনিটের পোশাকে বৈচিত্র্য থাকলেও এখন তা আর থাকবে না। বদলে যাওয়া নতুন পোশাকই সবার জন্য কার্যকর হবে।’
মো. মহিউদ্দিন