ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শরীয়তপুরে যৌথ উদ্যোগে খাল উদ্ধার শুরু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ০২:০১, ২২ জানুয়ারি ২০২৫

শরীয়তপুরে যৌথ উদ্যোগে খাল উদ্ধার শুরু

পৌরসভা এলাকায় খাল উদ্ধার অভিযান

তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে ১৫ বছর পরে শরীয়তপুর পৌরসভার খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে খাল উদ্ধার অভিযান শুরু করেছেন তারা। সম্প্রতি ‘অস্তিত্ব সংকটে নদী ও খাল’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা-ব্যক্তিরা। জানা গেছে, গত ১৫ বছর ধরে শরীয়তপুর পৌরসভার খাল দখলের উৎসব চলছিল। প্রভাবশালীরা খাল দখল করে বড় বড় স্থাপনা নির্মাণ করায় অস্তিত্ব সংকটে পড়েছে পৌরসভার খালগুলো। একই সঙ্গে খালগুলোতে পানি প্রবাহ বন্ধ থাকায় মশা-মাছির উৎপাত বেড়ে গেছে। এতে নানা প্রকার রোগ জীবাণু ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। অভিযানে স্কাউটসহ বিভিণœ স্বেচ্ছাসেবী সংগঠনও অংশগ্রহণ করেছেন।

ভেঙে ফেলা হচ্ছে খালের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, তারুণ্যের উৎসব-২০২৫-কে কেন্দ্র করে শরীয়তপুরে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে খাল দখল মুক্ত করার কাজ শুরু করা হয়েছে। আগামী ১০ দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×