ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দোষীরা দ্রুত গ্রেপ্তার না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের

প্রকাশিত: ২০:২৩, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৩, ২১ জানুয়ারি ২০২৫

দোষীরা দ্রুত গ্রেপ্তার না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের

বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারধরে ৭ জন আহতের ঘটনায় দ্রুতসময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন তারা। 

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) সমন্বয়ক তানজিব মো. সোহরাব রেজা বলেন, সোমবার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের উপর হামলা করে।

সেই হামলারই বিচার চাইতে মঙ্গলবার দুপুরে ছাত্র আন্দোলনের বাংলামোটরে অবস্থিত রুপায়ন ট্রেড সেন্টারে প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে মূলত আশিকুজ্জামান হৃদয় নামে একজনের নেতৃত্বে তাদের উপর আবারও হামলা করা হয়। তাদের এক নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। 

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেব।এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও সদস্যরা বাংলামোটর অভিমুখী একটি বিক্ষোভ মিছিল নিয়ে যান।

রিফাত

×