ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি কার উদ্দেশ্যে পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত: ১৯:৩৫, ২১ জানুয়ারি ২০২৫

রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি কার উদ্দেশ্যে পিনাকী ভট্টাচার্য

ছবি- সংগৃহীত

পিনাকী ভট্টাচার্য এইবার  তৃণমুলের সেলিব্রিটি রিপন মিয়ার পাশে দাঁড়ালেন। কাচ্চি ডাইন রিপন মিয়ার অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেন। রিপন মিয়া তার ফেইসবুক পাইজে লিখেন, কাচ্চি ডাইন তাকে জিজ্ঞেস না করেই তার ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে।

সেই পোস্ট পিনাকী ভট্টাচার্য শেয়ার করে লিখেন-

তৃণমুলের সেলিব্রিটি রিপন মিয়ার ছবি আর "এটাই বাস্তব" কী ওয়ার্ড কাচ্চি ডাইন তার বিজ্ঞাপনে কোন আক্কেলে রিপন মিয়ার অনুমতি ছাড়া ব্যবহার করলো? 

কপিরাইট, মেধা স্বত্ত্ব বলে তো একটা জিনিস আসে। রিপনের পরিচিতি তো এমনি এমনি আসে নাই। কাচ্চি ডাইনকে রিপনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর ছবি ব্যবহারের জন্য রিপনকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে।

মনিষা মিম

×