প্রতীকী ছবি
রাজধানী মুগদার মান্ডা এলাকায় বাড়ি নিয়ে দ্বন্দ্বের জেরে মামার ছুরিকাঘাতে ভাগিনা রিমন হোসেন (২৭) খুন হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মান্ডা বড়পাড়া জোড়া মসজিদের বাসায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে মারা যান তিনি।
নিহত রিমনের খালা মুক্তা আক্তার জানান, রিমনের বাড়ি নারায়নগঞ্জের বন্দর থানার অলিপাড়া গ্রামে। রিমনের মা রুবিনা বেগম মারা যাওয়ায় ছোটকাল থেকে মান্ডায় খালার সাথে থাকতেন রিমন এবং কাচামালের ব্যবসা করতেন। রিমনের বাবা জাহিদ হোসেন নারায়নগঞ্জে থাকেন।
রিমনের খালা মুক্তা আরও বলেন, মুগদা মান্ডার ২য় তলা বাড়িটি আমার মা মৃত আঞ্জুমান বেগমের নামে। সেখানে ২য় তলায় থাকে আমার মামা বাদশা মিয়া, ভাই রাজিব ও তার স্ত্রী সেতু আক্তার। নিচ তলায় আমি রিমনকে নিয়ে নিজে থাকি। কিন্তু আমার বাবা, জয়নাল আবেদীন, ভাই রাজিব ও তার স্ত্রী সেতু চান না রিমন আমাদের সাথে থাকুক এবং বাড়ির অংশীদার হোক।
মঙ্গলবার এসব বিষয় নিয়ে আমার বাবার সাথে রিমনের ঝগড়া হয়। এক পর্যায়ে রিমন আবার বাবাকে লাঠি দিয়ে পিঠে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাই রাজিব সুইচ গিয়ার দিয়ে রিমনের বুকের বাম পাশে আঘাত করে। আহত অবস্থায় প্রথমে তাকে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় স্বজনরা হাসপাতালে এনে ভর্তি করান। ওই যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রিফাত