ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চাঁদাবাজির মামলা করে বিপাকে দোকানি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৩৮, ২১ জানুয়ারি ২০২৫

চাঁদাবাজির মামলা করে বিপাকে দোকানি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : জনকণ্ঠ

চাঁদাবাজির মামলা করে বিপাকে পড়েছেন মুদি দোকনি বেল্লাল পাহলান। মামলার আসামিরা তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। দোকান বন্ধ করে দেওয়া ও ঘেরের মাছ ধরাসহ নানা ক্ষতিসাধন করে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে-এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দরিয়াপুর গ্রামের বাসিন্দা বেল্লাল পাহলান। মঙ্গলবার (২১ জানুয়াারি) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। বেল্লাল জানান, অভিযুক্তরা অধিকাংশ ওয়ার্ড যুবদলের নেতাকর্মী পরিচয় দিয়ে এমনসব অপকর্ম করে আসছে। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেছেন। 

পুলিশ তাৎক্ষণিক এক আসামিকে গ্রেপ্তার করলে এ চক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে।
লিখিত বক্তব্যে বেল্লাল দাবি করেন, আক্কেলপুর গ্রামের আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১৫ বছর ধরে তার মুদি দোকান করছেন। ১৭ জানুয়ারি সোহাগ মুন্সী, বেল্লাল আকন, হিরু প্যাদা, জাকির হাওলাদারসহ একটি চক্র তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় দোকান বন্ধ করে দিবে ও তার ঘেরের মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। অব্যাহত হুমকিতে কোন উপায় না পেয়ে সোমবার দিবাগত মধ্য রাতে সোহাগ মুন্সীসহ এ চক্রের হোতাদের নামে কলাপাড়া থানায় মামলা করেন তিনি। 

পুলিশ তাৎক্ষণিক রাতেই এ মামলার এক আসামি আক্কেলপুর গ্রামের আজিজ ক্বারীর ছেলে জাকির হাওলাদার কে গ্রেপ্তার করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে বেল্লালের দোকানের বেড়া-ঝাপ পেটায় এবং দোকানের সামনে থাকা আকাশ এ্যান্টেনা নিয়ে যায়। সকালে দোকান খুলতে দেয়নি। আসামিরা জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

JF

×