ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাছ বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ 

বদরুল ইসলাম, সিলেট

প্রকাশিত: ১৭:৩৩, ২১ জানুয়ারি ২০২৫

মাছ বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ 

ছবি : জনকণ্ঠ

সিলেট এর কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ বিক্রিকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আজ (মঙ্গলবার) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বউবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে।
 

JF

×