ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ওমরাহ ও হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

প্রকাশিত: ১৫:৪৯, ২১ জানুয়ারি ২০২৫

ওমরাহ ও হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ছবিঃ সংগৃহীত।

সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করছে না বরং হজযাত্রী বা ওমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মেনিনজাইটিস টিকা। 

এর আগে কোন হাসপাতালে এই টিকা না পেয়ে আন্দোলনে নামেন কর্মীরা। এরপর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে বিবরণ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ বা ওমরা করতে সৌদি আরব যেতে ইচ্ছুক মানুষের জন্য এই টিকা বাধ্যতামূলক এবং যাত্রাপথে অবশ্যই টিকা সনদ সাথে রাখতে হবে। 

এছাড়াও বলা হয়েছে সৌদি আরব ভ্রমণের দশ দিন আগে এই টিকা গ্রহণ করতে হবে। এছাড়া কেউ যদি তিন বছরের মধ্যে এই টিকা গ্রহণ করে থাকে, তাহলে তাকে নতুন করে আর টিকা গ্রহণ করতে হবে না।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=Un7wI2GfUqY

শিলা ইসলাম

আরো পড়ুন  

×