ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

নিক্সন চৌধুরীর আত্মীয় বলে ঢাকার রাস্তাও নাকি তাদের ছিল! 

প্রকাশিত: ১৪:৪৬, ২১ জানুয়ারি ২০২৫

নিক্সন চৌধুরীর আত্মীয় বলে ঢাকার রাস্তাও নাকি তাদের ছিল! 

ছবিঃ সংগৃহীত।

দুইপাশে দালান মাঝখানে সরুপ পথ উপায় নেই অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের কোন গাড়ি ঢোকার। 

আওয়ামী শাসনামলে দুই বাড়িওয়ালা প্রভাব খাটিয়েছেন এবং নিজেদেরকে নিক্সন চৌধুরীর আত্মীয় বলে বলেছেন ঢাকার রাস্তা ও তাদের নামে।

৩০০ পরিবার বাস করে সেখানে। ভুক্তভোগী পরিবার কয়েকবারই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে কোন সমাধান হয়নি কখনোই। ঢাকার মানচিত্র অনুযায়ী রাস্তা চওড়া হওয়ার কথা ছিল ২০ ফিট অথচ এই রাস্তা আছে সরু ৮ ফিট। 

এমন ভয়াবহ পরিস্থিতিতে এতদিন পরে রাজউক কর্তৃপক্ষ পরিদর্শনে এলে দেখা যায়, রাস্তা দিয়ে চার চাকার গাড়ি এবং একটি রিকশা একসাথে চলতে পারেনা। এখানে বসবাসকারী লোকেরা আছে বিরাট সমস্যায়। 

বিপদে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঢোকার সাধ্য নেই। অ্যাম্বুলেন্স ফিরে গেছে এমন ঘটনা ঘটেছে কয়েকবার। 
এভাবেই বিপদের মুখে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।

একজন এলাকাবাসীর সঙ্গে কথা বললে তিনি বলেন, 'এমন চিকন রাস্তা এইখানে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকানো যায় না বা আমরা কোথাও গেলে গাড়িও ঢোকানো যায় না।' 
সূত্রঃ https://www.youtube.com/watch?v=TwCW5MDdHC8

শিলা ইসলাম

আরো পড়ুন  

×