ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেধে হত্যা   

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী।।

প্রকাশিত: ১৪:১৩, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:২৪, ২১ জানুয়ারি ২০২৫

সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেধে হত্যা   

নিজ ঘরে হাত-পা-মুখ বেধে গৃহবধূ শাহনাজ পারভিন লাকি বেগম কে (৫০) হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটায় বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশসহ স্থানীয়রা। এ সময় ঘরের মালামাল লুট করা হয়। কলাপাড়া পৌর শহরের উল্টোদিকে আন্ধার মানিক নদীর অপর পাড়ে ছলিমপুর গ্রামে হত্যার এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহনাজ পারভিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম মিয়ার স্ত্রী। ঘটনার রাতে সে একা বাড়িতে ছিলেন। স্বামী চাকরির কারণে ঢাকায় ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

প্রতিবেশীরা জানান, শাহনাজ পারভিন ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ মঙ্গলবার সকালে এক স্বজন গিয়ে সামনের দরজা বন্ধ পায়। পেছনের দরজা খোলা দেখতে পায়। ঘরে মালামাল তছনছ অবস্থায় রয়েছে। খাটের ওপর হাত-পা-মুখ বাধা অবস্থায় শাহনাজ পারভিন মৃত পরে আছে। ঘরের বেড়ার একটি টিন ছুটানো রয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন কোন দূর্বৃত্ত কিংবা চুরি করতে এসে চোরের দল এই অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা বলছেন এটি ডাকাতির ঘটনা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 

রাসেল

×