ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

প্রতারিত জনগণ! কর্তৃপক্ষ চুপ কেন?

প্রকাশিত: ১২:৫৬, ২১ জানুয়ারি ২০২৫

প্রতারিত জনগণ! কর্তৃপক্ষ চুপ কেন?

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সমবায় সমিতির নামে প্রতারণা যে ফাঁদ সৃষ্টি হয়েছে তা নিয়ে কথা বলেছেন আইনজীবী মাহসিব হোসেন।

সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, মানুষের বিশ্বাসকে পুঁজি করে যে অর্থনৈতিক লোপাট করা হচ্ছে এর দায়ভার কেন নেওয়া যাচ্ছে না তা দায়ভারটা কে নিবে? 
 
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা অধিদপ্তর আছে। সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু অনেক সময়ই আমরা দেখে থাকি যারা ইনভেস্ট করছে তারা অনেকেই জানেন না প্রতিষ্ঠানটি রেজিস্টার্ড কিনা।' 

তিনি আরও বলেন, 'এটা দেখা যায়, অনেক সময় অনেকে ইনভেস্ট করছেন ঠিকই কিন্তু পরবর্তীতে তারা ফলটা পাচ্ছেন না। এর মূল কারণ অজ্ঞতা। মানুষ জানে না বলেই একের পর এক অর্থ বিনিয়োগ করতে থাকে। আর কয়েক বছর পর সেই প্রতিষ্ঠানের খোঁজ থাকে না।' 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=DsT4Mp8HXJE

শিলা ইসলাম

×