ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:৪৫, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৪৭, ২১ জানুয়ারি ২০২৫

আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

জামালপুর থানা

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠককালে ৮ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় অবস্থিত ওই বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় জামালপুর সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়েছে। তারা সকলেই আওয়ামী লীগের কর্মী।

আটকরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আকরাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), মাহমুদুর রহমান (৪৫), আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মো.হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মো. রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার মো.শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার বিজয়।

আটক এই ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি। 

শহীদ

×