ছবি: সংগৃহীত।
"প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমাদের সম্পদ হবে। আমার যতটুকু সুযোগ হবে, আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।" মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার মাটিয়াব্রীজ এলাকার মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাজনীনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাইড় ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ সাহেব আলী মৃধা, সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শরিফুল রোমান, বাংলা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম, এবং সাংবাদিক আব্দুল কাইয়ুম শরীফ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৭১-এর রফিকুল ইসলাম, সৈয়দ লুৎফর রহমান, 'বাংলাদেশের আলো'র মোঃ বাদশাহসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
নুসরাত