দৈনিক জনকণ্ঠ পত্রিকার অনলাইনে গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ‘রিহ্যাবের সদস্য না হয়েও মেলায় ছুটি রিসোর্ট, এক রুম বিক্রি হচ্ছে বহু ব্যক্তির কাছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ছুটি রিসোর্ট কর্তৃপক্ষ।
প্রতিবাদপত্রে বলা হয়, ছুটি কক্সবাজারের লোগো ও নাম ব্যবহার করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, উল্লেখ্য ছুটি রিসোর্ট কক্সবাজার রিহ্যাবের মেলায় অংশ গ্রহণ করেনি। ছুটি রিসোর্ট কক্সবাজারের কোনো স্টল কিংবা বিক্রয় প্রতিনিধি মেলায় উপস্থিত ছিল না। তারপরও ছুটি রিসোর্ট কক্সবাজারকে নিয়ে এই অপতথ্য ছড়ানো উদ্দেশ্য প্রণোদিত যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে।
প্রতিবেদক তার বক্তব্যতে বলেন, গত ২৭ ডিসেম্বর প্রকাশিত সংবাদ প্রচারের আগে রিহ্যাব-২০২৪ মেলায় ছুটির একটি স্টলে থাকা বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়। যেখানে দেখা যায় ছুটির প্রতিনিধিরা পূর্বাচল, গাজীপুর ছাড়াও কক্সবাজার প্রজেক্ট নিয়ে দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। উপস্থিত প্রতিনিধিরা ছুটি রিহ্যাবের সদস্য বলেও দাবি করেন।
রিফাত