ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

১৭ হাজার টাকা না পাওয়ার জন্য পুরুষাঙ্গ কেটে নিলেন পাওনাদার

প্রকাশিত: ২১:০৮, ২০ জানুয়ারি ২০২৫

১৭ হাজার টাকা না পাওয়ার জন্য পুরুষাঙ্গ কেটে নিলেন পাওনাদার

ছবি- সংগৃহিত

ঢাকার ধামরাইয়ে পাওনা ১৭ হাজার  টাকার জন্য পাওনাদারকে হত্যা চেষ্টাসহ তার পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক মহাজনের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল পাওনাদার গোপাল বাকালি নকুল (৫০) ও মহাজন গোপাল সরকারের সাথে। পাওনা টাকার জন্য বিভিন্ন সময়ে হত্যার হুমকিও দিতেন গোপাল সরকার। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নিপা বাকালি (৩৮) বাদী হয়ে ধামরাই থানায় ১জন আসামি করেএকটি এজাহার দায়ের করেছেন। 

এমন ঘটনা ঘটেছে গত বৃহস্পাতিবার বিকেলে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায়। ভুক্তভোগী গোপাল বাকালি নকুল স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমিন মডেল টাউন এলাকার সাইজুজ্জামান লিমনের বাড়িতে ভাড়া থাকেন। গোপাল বাকালি নকুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামের শ্রীধাম বাকালির ছেলে। গোপাল বাকালি একজন পাইলস ও ক্লোন ক্যান্সারের রোগী। 

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সমির দাস বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনিষা মিম

×