ছবি: সংগৃহীত
নওগাঁ পৌর পাইকারি বাজারে আজ সারাদিন সবজি বিক্রি হয়েছে কেজি ৫ থেকে ৪০ টাকা দরে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে ফলে দাম কমেছে সবজির। এতে করে স্বস্তি বিরাজ করছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মনে।
বাজার পরিদর্শনে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে, টমেটো ৩২-৩৫ টাকা কেজি, একই দামে বিক্রি হচ্ছে পেঁপে, বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, সিম ১০-১৫ টাকা কেজি, ফুলকপি ও বাধাকপি বিক্রি হচ্ছে ১০-১২ টাকা পিস হিসাবে, লাউ প্রতি পিস ১৪-১৬ টাকা, কাঁচামরিচ ৩০-৩৫ টাকা কেজি, পেঁয়াজের ফুল ২০-৩০ টাকা কেজি।
কৃষকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়েছে ফলে সংরক্ষণ করতে গিয়ে কীটনাশক স্প্রে করতে হচ্ছে সবজিতে। এতে করে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তবে, কিছুদিন পর সবজির উৎপাদন কম হলে দাম বাড়বে, তখন লাভবান হওয়ার আশা করছেন তারা।
ইসরাত