পাবনার চাটমোহরে যান্ত্রিক যুগেও মান্ধাতা আমলের হালচাষ
মাঘের শীত উপেক্ষা করে বোরো চারা রোপণের জমি তৈরি করেছেন চাটমোহরের চাষিরা। জমি চাষ ও মই দিয়ে সমান করা, আইল কোঠা বাঁধা ও আগাছা পরিষ্কারে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
সূত্র জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৯ হাজার ৬৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২৩৫ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। চারা রোপণের কাজ চলমান আছে। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪২৫ হেক্টর। এবার ৪২৭ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এ উপজেলায় সাধারণত উফশী জাতের ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৫৭, ব্রি-৭৪, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-১০০, ব্রি-১০২, ব্রি-১০৪, ব্রি-১০৫ এবং হাইব্রিড জাতের পারটেক্স, তেজগোল্ড, এস এল-৮, শংকর-৩ জাতের বোরো ধান চাষ হয়ে থাকে।
উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের চাষী আবেদ আলী বলেন, বর্তমানে আধুনিক মেশিন দিয়ে জমি চাষ করলেও আমি বাপ-দাদার আমল থেকেই হালের গরু দিয়ে জমি তৈরি করে আসছি। এ বছর আমিও প্রায় তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করছি।
পাকপাড়া গ্রামের কৃষক মুকুল হোসেন বলেন, সে এ মৌসুমে প্রায় পাঁচ বিঘা জমিতে ধান লাগাবেন। এ জন্য বীজতলায় ধানের চারা উৎপাদন, জমি চাষ, মই দেওয়া, চারা রোপণ, সার, বালাইনাশক, আগাছা উৎপাটন, উপরি সার প্রয়োগ, ভিটামিন প্রয়োগ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, চলতি মৌসুমে ১ হাজার ১৫০ কৃষককে প্রণোদনার আওতায় বীজ সরবরাহ করা হয়েছে। ইতোমধ্যে নিচু পতিত জমিগুলোতে চারা রোপণের কাজ শুরু করেছে কৃষক। বোরো ধানের জমি থেকে অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য যে সকল কৃষক সরিষা বপন করেছেন সরিষা উত্তোলনের পর তারা বোরো চাষ শুরু করবেন। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বোরো চাষিরা লাভবান হবেন বলে আশা করছি।