বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের গণতন্ত্রের গতি বৃদ্ধি পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সিটিজেনস রেসপনসিবিলিটি এন্ড রুল অব ল’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সোমবার (২০ জামুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ইন্টারডিসিপ্লিনারি রিসার্স এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)।
সেমিনারে মূল বিষ্যের উপর প্রবন্ধ উপস্থাপন করে শিশির মনির বলেন, যেকোনো দেশের জন্য আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ। আইনের শাসনে বিশ্বাস করলে রাষ্ট্রে অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত রোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, সরকারকে আইনের শাসনে পরিচালিত করতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ সচেতন না হলে আবারও অনৈতিক সরকারের অভ্যুত্থান ঘটতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ক্ষমতাই সবচেয়ে বড় এটা মেনে নিতে হবে।
সেমিনারে আইআরডিসি'র সহ-সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাহ-উল-আজম সওদাগর এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।
এ ছাড়া আইআরডিসি'র জেনারেল সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা উপস্থিত ছিলেন।
রিফাত