গুলিস্তানের ফুটপাতে পাওয়া যাচ্ছে অলিম্পিক ট্রফি ও মেরিল-প্রথম আলো পুরস্কার! অনন্য অ্যান্টিক কালেকশনে মুগ্ধ ক্রেতারা।
গুলিস্তানের ফুটপাতে এখন চোখ ধাঁধানো সব অ্যান্টিক জিনিসপত্র। এখানে মিলছে অলিম্পিক ট্রফি, মেরিল-প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো নানান চমকপ্রদ শোপিস। শুধু তাই নয়, পুরনো রেডিও থেকে শুরু করে কাঁসার পাত্র—সবকিছুই দারুণ শৈল্পিক এবং নজরকাড়া।
এই অভিনব দোকানের মালিক ফিরোজ। তার যাত্রা শুরু হয় শখের বসে ফেরিওয়ালাদের কাছ থেকে এক-দু’টি পুরনো জিনিস সংগ্রহ করার মাধ্যমে। ক্রমে তার সংগ্রহ এতটাই বড় হয়ে ওঠে যে, একটি দোকান চালু করে বিক্রি শুরু করেন তিনি।
ফিরোজের সংগ্রহশালায় রয়েছে এমন সব জিনিস, যা কেবল চোখের জন্য নয়, শখের সংগ্রাহকদের মনও জয় করে নেয়। অনেক ক্রেতাই এখন নিয়মিত তার দোকানে আসেন পুরনো দিনের শৈল্পিক শোপিস, রেডিও, কিংবা কাঁসার জিনিসপত্র কিনতে। এসব অ্যান্টিক জিনিসপত্র শুধু বাড়ির শোভাই বাড়ায় না, বরং একটি ঐতিহ্যের গল্পও তুলে ধরে।
ফুটপাত থেকে শুরু হলেও ফিরোজের দোকান আজ বিশেষ এক গন্তব্য হয়ে উঠেছে পুরনো দিনের জিনিসপ্রেমীদের জন্য। অলিম্পিক ট্রফি কিংবা মেরিল-প্রথম আলো পুরস্কার দেখতে চাইলে গুলিস্তানের এই অনন্য সংগ্রহশালায় একবার ঘুরে আসতে পারেন।
যাদের নস্টালজিয়া এবং শৈল্পিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা আছে, তাদের জন্য গুলিস্তানের এই দোকান যেন এক সোনার খনি। আপনার ঘরকে একটু ভিন্টেজ সৌন্দর্যে ভরিয়ে তুলতে এখনই ঘুরে আসুন গুলিস্তানে!
আফরোজা