ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

হাতবোমায় পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৫:০৫, ২০ জানুয়ারি ২০২৫

হাতবোমায় পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

শাওন মাতুব্বর

মাদারীপুরে দু'পক্ষের সংঘর্ষে হাতবোমায় আহত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেলে শাওন মাতুব্বর (২০) নামের ওই যুবক মারা যায়। 

নিহত শাওন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। তবে এই ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে রবিবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু‘পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের আঘাতে এতিমখানার পাশে দাঁড়িয়ে থাকা শাওন মাতুব্বর নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায় ওই যুবক।

মৃত্যুর পূর্বে শাওন মাতুব্বর বলেন, ‘আমি একটি এতিমখানার পেছনে দাঁড়িয়েছিলাম। সেখানে বৃষ্টির মত হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হাতবোমার আঘাতে আমার ডান পা উড়ে যায়। পরে লোকজন আমাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায়। এমন ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের বিচার চাই।’

মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শাওন মাতুব্বর মারা যাবার ঘটনায় এখনো কাউকেই আটক করা সম্ভব হয়নি। সারারাত একাধিক টিম অভিযান চালিয়ে কাউকেই পায়নি। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এম হাসান

×