ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেড়েছিলেন সুশোভনের মা

প্রকাশিত: ০৯:০৯, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৩৯, ২০ জানুয়ারি ২০২৫

ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেড়েছিলেন সুশোভনের মা

একমাত্র ছেলেকে বড় করে তুলতে শিক্ষকতা পেশা ছেড়ে ছিলেন মা বন্দনা সেন। বাবা সুভাষচন্দ্র বাছু খুলনার মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তাদের সেই সন্তান সুশোভন বাছু ২০২৪ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। ভবিষ্যতে চিকিৎসক হয়ে গরিবদের সেবায় হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি।

সুশোভনের বাবা-মা তাদের সন্তানের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন। বাবার কর্মস্থল খুলনার টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন সুশোভন। এরপর ২০২৪ সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও চমৎকার ফলাফল করেন। প্রাথমিক ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে ছোটবেলা থেকেই মেধার পরিচয় দিয়েছেন সুশোভন।

সুশোভনের মা-বাবা বলেন, “ছেলের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। সে জাতীয় মেধায় প্রথম হয়েছে। আমাদের প্রার্থনা, সে যেন একজন ভালো ডাক্তার এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে। শুধু ভালো ডাক্তার হওয়া যথেষ্ট নয়; ভালো মানুষ হওয়াও জরুরি। আমাদের ছেলে সারা বাংলাদেশে আমাদের সম্মানিত করেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।”

মেডিকেল ভর্তি পরীক্ষায় সুশোভনের মোট স্কোর ছিল ৯০৭। তিনি বলেন, “আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি মেধা তালিকায় প্রথম হয়েছি। বারবার চেক করেছি এবং নিশ্চিত হয়েছি যে সেটি সত্যি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো একজন ভালো ডাক্তার এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।”

সুশোভনের সাফল্যের পেছনে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-স্বজন সবার অবদান রয়েছে। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সফলতার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রাজু

×