ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ধনবাড়ীতে নানা আয়োজনে তারুণ্যের উৎসব পালিত

নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ০২:১৫, ২০ জানুয়ারি ২০২৫

ধনবাড়ীতে নানা আয়োজনে তারুণ্যের উৎসব পালিত

“তারুন্যের উৎসব-২০২৫ পালিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা “তারুন্যের উৎসব-২০২৫” অনুষ্ঠানে উদযাপনে নানা আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ জানুয়ারী) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আন্তঃস্কুল ও কলেজ বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এস এম ফারুক ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী সরকারী কলেজ ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীতায়  অংশ নেয়।

অন্যদিকে, দুপুরে উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠান উদযাপনে পিঠা উৎসব সহ নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। এসময় পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান, সহকারী শিক্ষক মিরাজুল ইসলামসহ অন্যান্যরা। পরে বিকেলে সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

এসময় ধনবাড়ী উপজেলার কর্মকর্তা- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রধানসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শহীদ

×