ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৪৩, ১৯ জানুয়ারি ২০২৫

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

আট দফা দাবিতে পায়রা পাওয়ার প্লান্ট সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারকে অপসারণ, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনগুণ ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সন্তানদের চাকরি দেওয়াসহ  আট দফা  দাবিতে মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বিকেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ সদস্যরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম প্যাদা, রেজাউল প্যাদা প্রমুখ।

×