ছবি: সংগৃহীত।
কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। তাঁর উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশে নতুন জীবন শুরু করা। কিন্তু তাঁর সেই আশা অপূর্ণ রয়ে যায়। দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় প্রেমিক ও তার সহযোগীসহ ভারতীয় ওই গৃহবধূকে বিজিবি সদস্যরা আটক করেন।
এ ঘটনা ঘটে ১৯ জানুয়ারি, রোববার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্ত এলাকায়, ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা এদিন সন্ধ্যায় দুই ভারতীয় নাগরিক ও তাদের সহযোগী বাংলাদেশিকে আটক করেন এবং তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।
আটককৃতদের মধ্যে ভারতীয় গৃহবধূ রেশমা মণ্ডল (২৮), যিনি ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাসিন্দা, এবং তার প্রেমিক সৌরভ কুমার সাপুই (১৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের অধিবাসী। তাদের সঙ্গে ছিল সহযোগী ইউসুফ আলী (২২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বিজিবি সন্ধ্যায় আটককৃতদের থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
নুসরাত