আওয়ামী লীগ নেতাদের সু-সংগঠিত করতে ৩০ লক্ষ টাকা ফান্ড সংগ্রহের অভিযোগে খাগড়াছড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার বিকালে তাদেরকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের খাগড়াছড়ি সদর থানায় হস্থান্তর করেছে ডিবি পুলিশ।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল বাতেন মৃধা জানান, জেলা আওয়ামী লীগে সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিব শংকর দেব এর বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সু-সংগঠিত করতে প্রায় ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। শিব শংকর দেব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাগড়াছড়ি শহরের বড় ব্যবসায়ী এস.এস. ট্রেডার্স এর মালিক।
তিনি জানান, শিব শংকর দেবকে সরকারি মহিলা কলেজ এলাকার একটি বাসা থেকে আর আবুল কালাম আজাদকে তার কলেজ গেইটের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলেও শিব শংকর দেব এখনো থানায় পুলিশি হেফাজতে আছে।
উল্লেখ্য যে, খাগড়াছড়ি জেলায় আওয়ামী লীগকে পুন:সংগঠিত করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ কে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর মাহবুবুল আলম হানিফ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে ভারচুয়াল সভা করা এবং ফান্ড সংগ্রহের তথ্য জানাজানি হলে গোয়েন্দা সংস্থা ও পুলিশ নড়েচড়ে বসে। জোরদার করা হয় মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেফতারের অভিযান।
রাসেল