ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে
ফরিদপুরের কুমার নদে থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে দুই পাড়ে থাকা পাকা সড়ক চরম হুমকির মুখে পড়েছে। ফলে পাড় ভেঙ্গে যাওয়াসহ ফাটল ধরার আশঙ্কা করছে স্থানীয়রা। গতকাল (১৮ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার সংলগ্ন কুমার নদে অবৈধ ড্রেজার দিয়ে নুরআলম ও আজগর নামক দুই ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।
কুমার নদের দুই পাড়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত সৃজনে উক্ত নদটি খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও কোটি কোটি টাকার খরচ করে নদের দুই পাড়ে থাকা পাকা সড়ক সংস্কার করেন কর্তৃপক্ষ। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সেই সড়ক দুটি এখন ঝুঁকিতে পড়েছে। এছাড়াও ড্রেজারের পাইপ রাস্তার উপর দিয়ে টানানোর ফলে যেকোনো সময় দূর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
রাসেল