প্রতীকী অর্থে ব্যবহৃত
গাজীপুরে উল্টোপথে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে। রবিবার বিকেলে জেলার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমান বাহিনীর ঘাঁটির মূল ফটকের সামনে ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুল কবির মাসুদ (৪০) এবং একই উপজেলার আইউব আলীর ছেলে সম্রাট (৩৫)। এদের মধ্যে মিজানুল কবির মাসুদ দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আটক কাভার্ডভ্যান চালক সবুজের (২৫) বাড়ি ভোলা জেলায়।
গাজীপুরের সালনা হাইওয়ে থানার ওসি সালেহ্ আহমদ ও স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পথে একটি মোটরসাইকেলে চড়ে সাংবাদিকসহ দুইজন সদর উপজেলার হোতাপাড়া হতে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এসময় উল্টোপথে বিপরীতদিক থেকে বেপরোয়া গতিতে এসে একটি কাভার্ডভ্যান বিমানবাহিনীর ঘাঁটির মূল ফটকের সামনে ইউটার্ন নেয়ার সময় ওই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে আরোহী দুইজন সড়কে ছিটকে পড়েন এবং একই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সময় মোটরসাইকেল আরোহীরা হাত তুলে কার্ভাডভ্যানটি থামাতে সিগন্যাল দিলেও চালক না থামিয়ে চালাতে থাকে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালকসহ কাভার্ডভ্যানটি আটক ও নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
টিটু/জাফরান