রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুর্নবহাল সহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা তাদের তিনটি দাবি তুলেন। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ফেরত, শতভাগ অবাসন ব্যবস্হা নিশ্চিত ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ হাসান জয় বলেন, শিক্ষার্থীদের দের যে গণজোয়ার তাতে বোঝা যায় কেউ এ নামটি চায়না। আমরা পুর্বনাম ফেরত চাই। কিন্তু এতে যেন কেউ নারী বিদ্বেষী বলে না খেপায়। বেগম রোকেয়াকে আমরা যথেষ্ট সম্মান করি। ফ্যাসিজমের যে শিকার হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়। আমরা এটি থেকে মুক্ত হতে চাই।
রাকিব মুরাদ আরেক শিক্ষার্থী বলেন, একটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের নাম বিভাগীয় শহরের নামে না হয়ে কীভাবে ব্যক্তির নামে তা আমাদের প্রশ্ন। যেহেতু নাম পরিবর্তন হয়েছে সেহেতু নাম পুর্ণবহাল করতে সমস্যা কোথায়। আমরা যখন চাকরির ফরম তুলতে যাই বিশ্ববিদ্যালয়ের নাম নাই। সেখানে নাম আছে রংপুর বিশ্ববিদ্যালয়। যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নামে পরিচয় দেই। তখন মানুষ বলে এ বিশ্ববিদ্যালয় কে চিনে না। তারা রংপুর বিশ্ববিদ্যালয় কে চেনে। তাই এ বিশ্ববিদ্যালয় নাম রংপুর বিশ্ববিদ্যালয় করতে হবে।
আশিকুর রহমান বলেন, আমরা প্রতিষ্ঠাকালীন নাম ফেরত চাই। এ ব্যাপারে একটু ছাড় হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা হলে থাকছে না তাদের ভাতা দেয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র ৮% শিক্ষার্থী হলে থাকে আমরা এ বৈষম্য মানিনা। আমরা চাই এ বিশ্ববিদ্যালয়ের শতভাগ অবাসন করতে হবে। সেই সাথে নাম ফেরত আনতে হবে। যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা কঠোর আন্দোলনে যাব।
রিফাত