আটক নারী
আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বণালংকার চুরির ঘটনায় থানায় ৪৭টি জিডি করা হয়েছে।
শনিবার রাতে ১১টি জিডি এবং রোববার দুপুর পর্যন্ত হয়েছে ৩৬টি করা হয়েছে। এসব চুরির ঘটনায় আটক ২২জন নারীকে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
থানা সুত্রে জানায়ায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। হাতেনাতে ২২ নারীকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করে। এসব চুরির ঘটনায় শনিবার রাতেই হয় ১১টি জিডি, আর রোববার দুপুর পর্যন্ত হয়েছে ৩৬টি। চুরির ঘটনায় জিডি আরো বাড়তে পারে বলেও থানা সুত্রে জানা গেছে।
মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা, ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। ফলে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত রয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী জানান, "এখন পর্যন্ত অনেক অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনা তদন্ত করছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। শনিবার বিকালে আটক নারীদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শনিবার দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল।
মাহফিল উপলক্ষে একদিন আগেই সোহরাওয়ার্দী মাঠ সহ ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়েছিল। মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভীড় জমায়। ৬লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এমন সুযোগে চুরির ঘটনা ঘটায় অভিযুক্তরা।
ইসরাত