ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব, আইনাঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ইনডিসিপ্লিনারি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) কর্তৃক আয়োজিত এক সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সোমবার (২০ জানুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়নতে 'সিটিজেনস রেসপন্সিবিলিটি এন্ড রুল অফ ল ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঞ্চালনায় আলোচক হিসেবে আরো থাকবেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মেজবাহ উল আজম সওদাগর ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো.আসাদুজ্জামান সাদী।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০:০০ টায় ‘সিটিজেনস রেসপন্সিবিলিটি এন্ড রুল অফ ল ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে আয়োজক সংগঠন আইআরডিসি এর সভাপতি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, "সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক দায়িত্ব পালন অতীব জরুরি বিষয়। একটি মানবিক মর্যাদা সম্পন্ন ও কল্যাণধর্মী রাষ্ট্র গঠনে "আইনের শাসন" এর ভূমিকা অপরিসীম। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করতে সেমিনার বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।জবির শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাগণকে সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি"
জাফরান