ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

যৌতুক নেয়া যাবে না, এই শর্তে চট্টগ্রামে একই মঞ্চে বিয়ে করলেন ৮ দম্পতি

প্রকাশিত: ১৫:৩৪, ১৯ জানুয়ারি ২০২৫

যৌতুক নেয়া যাবে না, এই শর্তে চট্টগ্রামে একই মঞ্চে বিয়ে করলেন ৮ দম্পতি

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে হয়ে গেলো এক ভিন্ন ধরনের বিয়ের আয়োজন। গাড়ি বহর নিয়ে আরবদের সাজে একে একে আগমন বরদের। ছিলো বর্ণাঢ্য সাজ আর বিয়ের সব আয়োজন। তবে এটি গতানুগতিক কোন বিয়ের অনুষ্ঠান ছিল না। যেখানে ছিল গল্প, আবেগ আর অনুভূতির ছোঁয়া। সেই বন্ধনে এক হয়েছে একসাথে ৩২ টি হাত। চট্টগ্রামে এমন আয়োজন নজর কেড়েছে সবার। "বিয়ে আপনার খরচ আমাদের" এই স্লোগানে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই বিয়ের।

আয়োজক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে এবার বিয়ের আসরে বসেছেন ৮ নব দম্পতি। ব্যতিক্রমী এই আয়োজনের টাকা, বিয়ের রেজিস্ট্রেশন, বর-কনের পোশাক, সাজসজ্জা ও অতিথিদের আপ্যায়নের সবটুকুই বহন করেছে শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয়,বিয়ের পরে বর-কনের জন্য থাকছে কক্সবাজারে হানিমুনের সুযোগও। শর্ত শুধু একটাই, নেয়া যাবে না কোন যৌতুক ও চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন।    
 
তাই এমন আয়োজনে সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত নব দম্পতি ও অতিথিরা। একজন বর বলেন, অতিরিক্ত কাবিন দাবি করা, সেটাও এক প্রকারের যৌতুক। আমরা আজকে যেই বার্তা দিতে চাই সবাইকে তা হলো আমরা যৌতুককে ঘৃণা করি।

একজন অতিথি বলেন, চট্টগ্রামে যৌতুক ছাড়া বিয়ে এটা কল্পনা করা যায় না। আমাদের সমাজে যৌতুক একটি ব্যাধি। এই অনুষ্ঠান চট্টগ্রামের জন্য নজিরবিহীন। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিরুদ্দিন বলেন, যৌতুক থেকে বেড়িয়ে আসার পাশাপাশি অসহনীয় দেনমোহরের পিছনে না ছুটতে এ আয়োজন। যা ছড়িয়ে দিতে চান সমাজের প্রতিটি স্তরে।  

 

সূত্রঃ https://youtu.be/c_dy-03Eoic?si=SbFsYxNw090weIhG

রিফাত

×