রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫টি আবাসিক হলে মধ্যরাতে কোরআন শরীফ পুড়িয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্ম ফুল আঁকার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। এ কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা দেয়া হয়। কিন্তু ৭ দিন পার হলেও এখনো প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি।
রবিবার (১৯ জানুয়ারি) তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি। উপাচার্যের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা শীঘ্রই প্রতিবেদন জমা দিব। আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী, এনএসআই, ডিজিএফআইসহ গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, তাদের সহযোগিতায় আমরা প্রকৃত আসামিদের শনাক্ত করতে পারবো।
প্রাথমিক প্রতিবেদন জমা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রাথমিক প্রতিবেদন জমা হয়নি। এটা যেহেতু একটা স্পর্শকাতর বিষয়, তাই একটু সময় লাগবে। তবে প্রশাসন থেকে দেয়া নির্দিষ্ট সময়ে সেটা সম্ভব হবে না।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে কোরআন শরীফ পুড়িয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ঐদিন শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্ম ফুলের ছবিও এঁকে রেখে যায় তারা।
এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার দিন শৃঙ্খলা উপ-কমিটির সঙ্গে এক জরুরি সভায় ঘটনা সম্পর্কে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ঐদিন (১২ জানুয়ারি) ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
রিফাত