সাবেক এমপি আলাউদ্দিন নাসিম।
ফেনীর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার, মাদকের কারবার ও চোরাই গরু পাচারের মূল হোতা আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন নাসিম। তার নির্দেশে এসব চোরাচালানের নিয়ন্ত্রণ করতেন নাসিমের ছোট ভাই জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু।
১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগ দেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এরপর একসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হন। আর এই অফিসার পদটাই তার জীবনে আলাদিনের চেরাগ হিসেবে আবির্ভূত হয়। ২০০৯ সালের পর আওয়ামী রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো পদপদবি না থাকার পরও নাসিমের হাতে টাকা আসতে থাকে স্রোতের মতো। প্রশাসনের বদলি, পদায়ন করে রোজগার শুরু। কেনেন বেশ কয়েকটি লাইটার জাহাজ। সেগুলো দেশের বিভিন্ন নৌরুটে এখনও চলছে। এরপর একসময় তিনি হয়ে যান ফেনী আওয়ামী রাজনীতির অভিভাবক।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদ পেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান নাসিম। ফেনীর আওয়ামী রাজনীতিতে সবার কাছে তিনি অভিভাবক হিসেবে স্বীকৃত। গত ৫ আগস্টের পর তার নামে দেয়ালে দেয়ালে গ্রাফিতি হয়েছে। নাসিম ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। তার আগে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত অভিভাবক।
যেভাবে উত্থান: নাসিমকে আগে সবাই শেখ হাসিনার ‘প্রটোকল অফিসার’ হিসেবেই চিনতেন। এর বাইরে সুদর্শন, স্মার্ট নাসিম হাসিনার ছোট বোন শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। শেখ রেহানার অবৈধ টাকার সংগ্রাহকও বলা হতো নাসিমকে। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নাসিম। পাশাপাশি প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ীসহ বড় কয়েকটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজেও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ব্যবসায় অংশীদার হন।
গত ১৫ বছরে তিনি অবৈধ উপায়ে বিপুল অর্থ উপার্জন ও পাচার করেছেন আলাউদ্দিন নাসিম। দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় নাসিম নিজের ও স্ত্রীর নামে ১০৮ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৩ কোটি ৫৭ হাজার ২৯৫ টাকা এবং তার স্ত্রীর ৬৯ লাখ ৪৬ হাজার ৬৫০ টাকা। এই হিসাবের বাইরেও নাসিম ও তার পরিবারের সদস্যদের দেশ-বিদেশে নামে-বেনামে রয়েছে বিপুল অর্থসম্পদ। নাসিমের মেয়ে কানাডায় থাকেন। বিভিন্ন মাধ্যমে তিনি মেয়ের কাছে কোটি কোটি টাকা পাচার করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলাউদ্দিন নাসিম, তার ভাই জালাল উদ্দিন আহমেদ ও চাচাতো ভাই সাজেলসহ তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। বর্তমানে তারা ভারতে আছেন।
সূত্র: দেশ টিভি। https://www.youtube.com/watch?v=Pyvq8j0gd9A
এম হাসান