ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পিলখানার বিস্ফোরক মামলার বিচার শুরু

কেরানীগঞ্জে প্রতিনিধিঃ 

প্রকাশিত: ১৪:১১, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:১৯, ১৯ জানুয়ারি ২০২৫

পিলখানার বিস্ফোরক মামলার বিচার শুরু

ছবি: জনকন্ঠ

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১৯ জানুয়ারি ) রবিবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের  অস্থায়ী আদালতে আসামিদের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে ভয়াবহ বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই মামলায় নিয়োজিত ১৭ জন বিশেষ পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করে। নতুন পিপিদের নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্টরা আশা করছেন, মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বিচার কার্যক্রম শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের আশায় অপেক্ষা করছেন।

জাফরান

×