ছবি: সংগৃহীত।
চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-০৭। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানাধীন বক্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
গ্রেফতার আসামি কাসিম উল্লাহ (রাকিব) (২১), বাঁশখালী উপজেলার সরল এলাকার মো. ইউনুছের ছেলে।
র্যাব জানায়, কাসিম উল্লাহ বাঁশখালী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি, যার মামলা নম্বর ১৮/২৫। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। শনিবার তাকে কোতোয়ালি থানাধীন বক্সিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়মা ইসলাম