ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ 

প্রকাশিত: ১২:৫৬, ১৯ জানুয়ারি ২০২৫

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

ছবি : জনকণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের ঘাস ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত ও সর্তক অবস্থায় টহল। রবিবার সকালে সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। 

স্থানীয় কৃষক ফারুক ইসলাম বলেন, সীমান্ত এলাকা এখন স্বাভাবিক অবস্থায় আছে। কোনো উত্তেজনাকর পরিস্থিতি নাই। 

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তের প্রান্তে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে ঘাস ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় সাধারণ জনগন মিলে তাদের এই অপচেষ্টা রুখে দেয়। রবিবার বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির সদস্যদের নিয়মিত টহল দিতে দেখছি।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।
 

JF

×