জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী বলেন,আবহমান কাল থেকেই বাংলাদেশে মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,পাহাড়ি,নৃ-গোষ্ঠী সবাই মিলে মিশে একাকার,আমরা সবাই মিলে বাংলাদেশ। তিনি আরও বলেন, "অমুসলিমরা আমাদের ভাই, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের জানমালের নিরাপত্তা ইসলাম প্রদান করেছে, এবং তাদের জন্য আমাদের মধ্যে সহাবস্থান এবং শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
আজহারীর মাহফিল ঘিরে লালমনিরহাটে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র তৈরী হয়।আজহারী মাহফিলে উপস্থিত জনসাধারণকে আরও স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের জাতি-গোষ্ঠী মধ্যে সম্প্রীতির বন্ধন অনেক পুরনো এবং দৃঢ়। তবে মাঝে মাঝে কিছু গোষ্ঠী এ বন্ধনে ফাটল ধরানোর চেষ্টা করে, যা দেশের শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটায়। "আমরা যে সুখে আছি, তা অনেকের ভালো লাগে না," বলেন তিনি।
তিনি আরও বলেন, "যারা আমাদের ভূখণ্ড থেকে আমাদের তাড়িয়ে দিতে চায়, যারা আমাদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা আমাদের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ প্রয়োজন।"
আজহারী তার বক্তব্যে আরও বলেন, "যারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এসব চেষ্টা করছে। আমাদের লক্ষ্য হতে হবে দেশের ভিতরে ঐক্য বজায় রাখা এবং সকল ধরনের বিভেদ প্রতিহত করা।" তিনি সবাইকে দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের শক্তি দিয়ে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে এক মুহূর্তও লাগবে না।"
আজহারী তার বক্তব্যের মাধ্যমে একসাথে থাকার আহ্বান জানিয়ে, দেশের সকল মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ঐক্যের দিকে আগানোর পরামর্শ দেন।
আফরোজা