ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সৈয়দপুরে আবাদি জমির মাটি  কাটার হিড়িক

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী

প্রকাশিত: ২২:০১, ১৮ জানুয়ারি ২০২৫

সৈয়দপুরে আবাদি জমির মাটি  কাটার হিড়িক

.

সৈয়দপুরের অবৈধভাবে বালু ও মাটি কাটা  শুরু হয়েছে। এসব মাটি বহনে নিয়ন্ত্রণহীন ট্রাক্টরের চলাচলে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। প্রশাসন অভিযানেও বন্ধ হচ্ছে না মাটি কাটা। এতে স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা চরম বিপদে পড়েছে। 
সরেজমিনে দেখা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের স্থানীয় এমএবি ভাটি মাটি ফেলছে ৫টি ট্রাক্টর। এ সব ট্রাক্টর পাশের জমি কেটে টপসয়েল নিয়ে আসছে। এতে আদানী মোড়ের ৩ কিলোমিটারের সড়কটির বেহালদশা। গর্ত আর খানা-খন্দকে সড়কটি চলাচল অযোগ্য হয়েছে। সম্প্রতি সড়কটি মেরামত কাজ চললেও এর মধ্য দিয়ে মাটি বহনের কাজ অব্যাহত রয়েছে। একইভাবে চলছে উপজেলার বোতরাগাড়ি ইউনিয়নের কাঙ্গালপাড়া খড়খড়িয়া নদীর ধারে বালু কাটার কাজ। শুক্র এবং শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় বালু ও মাটি কেটে বহন করা হচ্ছে ট্রাক্টরে।
গভীর খনন করা পাশের আবাদি জমি হুমকির মুখে পড়েছে। আবুল হোসেন নামে এক এলাকাবাসী জানান, বালু দস্যুরা ধুরন্ধর। তারা স্থানীয় প্রশাসনসহ সকল প্রতিপক্ষকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে এ লুটের কাজ করলেও কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করা হয়নি। এতে গ্রামীণ সড়কগুলোর বেহালদশা। এমন দশা হয়েছে উপজেলার খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের সব কাঁচা পাকা সড়কের। বিশেষ করে লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী সড়ক দিয়ে প্রতিদিন ১০ টি ট্রাকটর ভাটার মাটি বহন করছে। এতে ৩ শতাধিক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার, পৌর প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ইট ভাঁটিগুলো অবৈধভাবে মাটি ও বালু কাটায় পরিবেশসহ চাষাবাদের ক্ষতি হচ্ছে। দ্রুত অভিযান করা হবে।

×