ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

পদ্মার পাড়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শিবচর, মাদারীপুর।

প্রকাশিত: ২০:১৬, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪২, ১৮ জানুয়ারি ২০২৫

পদ্মার পাড়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে মাদবরেরচর  এলাকায় পদ্মা নদীর পাড়ে এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।আজ শনিবার বিকেলের দিকে মাদবরেচর  ইউনিয়ন পুরান মাদবরকান্দি এলাকায়  পদ্মা নদীর পাড়ে  এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে পদ্মা নদীর পাড়ে লাশটি ভাসমান অবস্থা দেখতে পেলে এলাকাবাসী প্রথমে নৌ পুলিশকে খবর  দেয়। পরে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। লাশটিতে ক্ষতবিক্ষত আঘাতের চিহ্ন রয়েছে।

শিবচর থানা ইনচার্জ অফিসার রতন শেখ  জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  
 

রিফাত

×