ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ভূমিহীনদের বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫

ভূমিহীনদের বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ

বাগেরহাটের রামপালের মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেয়া ১০ টি ভূমিহীন পরিবারের সদস্যদের মারপিট করে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এসময় মাছ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে হামলাকারীরা। এ ঘটনায় শনিবার বিকেলে (১৮ জানুয়ারী) ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন শেখ নূর মোহাম্মদ।  

অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবরনগর গ্রামে দীর্ঘ ১৭/১৮ বছর ধরে সরকারি চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে প্লট আকারে পরিবার পরিজন নিয়ে ভোগদখল করে আসছেন কয়েকটি পরিবার। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আ.হাই ও আমানতসহ শতাধিক লোকজন নিয়ে ওই ভূমিহীন পরিবারগুলোর উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে।

তারা বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুটপাট ও ঘেরে থাকা মাছ ছিনিয়ে নেয়। এ সময় তাদের মারপিটে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম, নাসিমা বেগম আহত হন। আহতদের মধ্যে মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । 

প্রতিপক্ষের হামলা ও লুটপাটে ভূমিহীনদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন। এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ ফকিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, নদী ভাঙ্গনে আমাদের চন্ডিতলা মৌজার জমি খাস খতিয়ানভূক্ত হয়। যা আমরা সরকারের বিরুদ্ধে আদালতে জমি ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছি। আজাহার, সরোয়ার, মুজিবর দখলে নিয়ে তা বিক্রি করে খাচ্ছে। আমরা সিএস ও এসে রেকর্ডীয় মালিক। ওরা জোরপূর্বক দখল করে রেখেছে।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি বলেন, সরকারী জমি নিয়ে বিরোধ। নদীর জায়গা দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আমরা আইনগত ব্যাবস্থা নিচ্ছি। 

রিফাত

×